![]() |
| চট্টগ্রামে বিয়ের প্রলোভনে টেইলার্স কর্মীকে ধর্ষণ: প্রবাসী লোকমান গ্রেপ্তার |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি মো. লোকমান হাকিম (৩২)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৭। তিনি কর্ণফুলী থানার চরপাথরঘাটা আজিমপাড়ার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ভুক্তভোগী পেশায় একজন টেইলার্স কর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর তার সঙ্গে লোকমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ নভেম্বর বিদেশ থেকে দেশে আসেন লোকমান। পরে গত ২৪ নভেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে কক্সবাজার নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরে ভিকটিম বিয়ের চাপ দিলে লোকমান কোর্ট ম্যারেজ করার কথা বলে চান্দগাঁও থানার একটি আবাসিক হোটেলে আবারও শারীরিক সম্পর্ক করেন। এসময় কৌশলে তিনি ভিকটিমের অশ্লীল ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে ইমুতে পাঠিয়ে ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন।
ঘটনার পর ভুক্তভোগী চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ বাস স্টেশন এলাকা থেকে লোকমান হাকিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

