
সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে এগিয়ে যাচ্ছে নৌবাহিনী
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচের প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে ঐতিহ্যবাহী শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ নেভাল একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ৩ বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ২ জন নারীসহ ৩১ জন মিডশিপম্যান সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ প্রশিক্ষণার্থীদের হাতে বিভিন্ন গৌরবময় পদক তুলে দেন।
এই ব্যাচে সর্বোচ্চ চৌকশতার স্বীকৃতি হিসেবে ‘সোর্ড অব অনার’ অর্জন করেন মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ (এল), বিএন। আর ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী মিডশিপম্যান এস এম আবরার ওবাইদ (ই), বিএন।
পরে নবীন কর্মকর্তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান, আগত অতিথি এবং অভিভাবকগণ নবীন কর্মকর্তাদের কাঁধে এ্যাপুলেট পরিয়ে দেন। পাশাপাশি নেভাল এভিয়েশনের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের আকর্ষণীয় ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়।
নৌবাহিনী প্রধান তার ভাষণে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের ত্যাগ স্মরণ করেন। তিনি বলেন,
“প্রযুক্তি নির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সিম্যুলেশন ট্রেনিং, আধুনিক প্ল্যাটফর্ম সংযোজন ও নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে নৌবাহিনী এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও জানান, দেশীয় প্রযুক্তিতে লার্জ পেট্রোল ক্রাফট, এলসিটি ও ডাইভিং বোট নির্মাণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশ থেকে হেলিকপ্টার, আনম্যান্ড এয়ারক্রাফট ও বিভিন্ন সক্ষমতার জাহাজ সংযোজনের কার্যক্রম চলমান।
নৌবাহিনী প্রধান বলেন, সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রপথে অপরাধ দমন, দুর্যোগে মানবিক সহায়তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তায় নৌবাহিনী গৌরবময় ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে বিশ্ব শান্তিরক্ষায়ও বাহিনীটি সুনাম অর্জন করেছে।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি দেশপ্রেম, সততা, আত্মত্যাগ ও নেতৃত্বগুণে বলীয়ান হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
