![]() |
| বোয়ালমারীতে মাধ্যমিক পর্যায়ে ২০২৬ সালের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন |
আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণির পাঠ্যবই প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. রকিবুল হাসান। তিনি আল হাসান মহিলা মাদ্রাসার সুপার এম.এ. কুদ্দুসের হাতে ৬ষ্ঠ শ্রেণির বই তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও এস.এম. রকিবুল হাসান বলেন, “সরকার দ্রুততম সময়ে ২০২৬ সালের পাঠ্যবই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দিতে বদ্ধপরিকর। মাধ্যমিক শিক্ষা অফিসে বই পৌঁছামাত্রই তা প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ করা হবে। এরপর আপনারা শিক্ষার্থীদের মাঝে দ্রুত বিতরণ করবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আয়শা খাতুন, ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. ওবাইদুর রহমান, নদেরচাঁদ পিসি দাস একাডেমির প্রধান শিক্ষক এম.এম. জামান, হাটখোলারচর দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর সিদ্দিকীসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানরা।

