![]() |
| ঝিনাইদহে প্রবাসী ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহত |
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সোহেল রানা (৪১) নিহত হয়েছেন। রোববার বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহেল ওই গ্রামের সফিউদ্দীনের ছেলে। বিদেশ থেকে পাঠানো টাকার হিসেব নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
বেতাই গ্রামের নুরুল মালিথা জানান, ছোট ভাই জুয়েল রানা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে তিনি বড় ভাইয়ের কাছে পাঠানো টাকার হিসেব চান। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বড় ভাই সোহেল টাকার হিসাব না দিয়ে প্রায়ই ছোট ভাইকে মারধর করতেন।
স্থানীয় ইউপি সদস্য বিপুল হোসেন জানান, রোববার বিকেলে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সোহেল রানা শাবল ও কুড়াল ছুড়ে ছোট ভাইকে আঘাতের চেষ্টা করেন। এরপর রান্নাঘর থেকে বটি এনে আবারও জুয়েলের দিকে হামলার চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার চেষ্টায় জুয়েলের হাতে থাকা বটি সোহেলের ঘাড়ে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা জানান, টাকা–পয়সা নিয়ে বিরোধের জেরে বড় ভাই সোহেল নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ছোট ভাই জুয়েলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

