চট্টগ্রামে ১৭,৬০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

চট্টগ্রামে ১৭,৬০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামে ১৭,৬০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রামে ১৭,৬০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের আনোয়ারায় র‌্যাব-৭-এর বিশেষ অভিযান থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। 


শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বারখাইন ইউনিয়নের সরকারহাট গরুর বাজার সংলগ্ন তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী সড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে তাদের ধরা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।


আটককৃতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার টেকনাইফফা পাহাড় এলাকার মো. কাশেমের কন্যা ছবুরা খাতুন (৪৮) ও একই উপজেলার বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।


র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় বিপুল ইয়াবা নিয়ে মাদক কারবারিরা চট্টগ্রামের দিকে আসছে। তথ্যের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। চেকপোস্টে উপস্থিত এক নম্বরবিহীন সিএনজিতে থাকা দুই নারী পালানোর চেষ্টা করলেও র‌্যাব সদস্যরা দ্রুত তাদের আটক করেন। পরে তাদের কাছ থেকে লুকানো অবস্থায় ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।”



Post Top Ad

Responsive Ads Here