![]() |
| সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র্যাব ডিজি |
মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় গড়ে ওঠা সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ডের আস্তানা শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে হামলায় নিহত র্যাব সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে এবং যারা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে খুব শিগগিরই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হবে।
হামলায় নিহত র্যাব সদস্যকে ‘শহীদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, নায়েব সুবেদার মোতালেব হোসেন দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, ঘটনাটি মামলার আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং বিচারিক রায় কার্যকর না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি র্যাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
নিহত র্যাব সদস্যের পরিবারের বিষয়ে র্যাব ডিজি বলেন, মোতালেবের পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা কাউকে ফিরিয়ে দিতে পারবো না, তবে তার পরিবারের দায়িত্ব র্যাব গ্রহণ করেছে। পরিবারটি যেন আর্থিক ও সামাজিকভাবে কোনো সংকটে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
অভিযানকালে গুলি না চালানোর প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী র্যাবের আত্মরক্ষার অধিকার ছিল। তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে গুলি চালানো থেকে বিরত থাকা হয়। গুলি চালানো হলে নিরীহ মানুষ হতাহত হওয়ার ঝুঁকি ছিল।
র্যাবের মহাপরিচালক আরও বলেন, পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। কোথাও কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করে ভবিষ্যতে আরও কার্যকর ও নিরাপদ অভিযান পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, হামলায় জড়িত কয়েকজনের নাম ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় র্যাব সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সোমবার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে র্যাব-৭ এর নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় আরও তিনজন র্যাব সদস্য আহত হন। ঘটনার পর যৌথ বাহিনী এলাকায় সব প্রবেশমুখে অবস্থান নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সাদা রঙের মাইক্রোবাসে করে র্যাব সদস্যরা অভিযানে গেলে মাইকে ঘোষণা দিয়ে কয়েকশ মানুষ জড়ো করা হয়। পরে সংঘবদ্ধভাবে র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং গাড়িটি ভাঙচুর করা হয়।

