পুনর্জন্ম পাচ্ছে ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা নদী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

পুনর্জন্ম পাচ্ছে ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা নদী

 

পুনর্জন্ম পাচ্ছে ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা নদী
পুনর্জন্ম পাচ্ছে ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা নদী


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের নবগঙ্গা নদীকে দূষণমুক্ত ও পুনরুজ্জীবিত করতে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান অভিযান আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।


সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নবগঙ্গা নদীর ক্যাসেল ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।


এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট (আইসিটি) নির্মল কান্তি তালুকদার, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহকারী ম্যাজিস্ট্রেট রিমা ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, নদী আমাদের প্রকৃতি ও পরিবেশের প্রাণ। নদী সুস্থ থাকলে পরিবেশও সুস্থ থাকবে। প্রাথমিকভাবে নবগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য নদীতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।


তিনি আরও জানান, নদীর দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদী রক্ষায় প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে। নবগঙ্গা নদীকে তার প্রাকৃতিক রূপে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে কাজ করা হবে।



Post Top Ad

Responsive Ads Here