আমতলীতে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সমন্বিত মতবিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

আমতলীতে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সমন্বিত মতবিনিময় সভা

 

আমতলীতে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সমন্বিত মতবিনিময় সভা
আমতলীতে গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সমন্বিত মতবিনিময় সভা


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে বরগুনার আমতলীতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের অংশগ্রহণে এক সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১১টায় আমতলী পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে আমতলী উপজেলা প্রশাসন।


বরগুনা জেলা প্রশাসক এবং বরগুনা-১ ও বরগুনা-২ সংসদীয় আসনের রিটার্নিং অফিসার মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরতই খোদা।


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর আরিফ চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি মো. ওমর ফারুক জিহাদী, জামায়াতে ইসলামের উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জেল হোসেন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. হায়তাতুজ্জামান মিরাজ, সিনিয়র সদস্য ও আমতলী উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।


গণভোট বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার।


সভায় বরগুনার পুলিশ সুপার মো. কুদরতই খোদা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, গণভোট নিয়ে জনগণকে সচেতন করা হচ্ছে, তবে ভোটার কোথায় ভোট দেবেন, সেটি সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কেউ এমন অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Post Top Ad

Responsive Ads Here