![]() |
| বিজিবি দেখে গাঁজার বস্তা ফেলে পালালো দুই কারবারি |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের ভূজপুরের আধাঁরমানিক এলাকা থেকে ভারত থেকে সীমান্ত পথে পাচার হওয়া ৩০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি। মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) আওতাধীন একটি বিওপি দল এ কে খান চা বাগানের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২২০৮/৪ আরবির কাছ থেকে প্রায় ৪০০ গজ দুরত্বে বিজিবি টহল দের ফাঁদ পেতে অবস্থান নেয়।
রাত ৯টার দিকে দুই চোরাকারবারি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা মাদক ভর্তি দুইটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা বস্তার ভেতর থেকে ছয়টি প্যাকেটে মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান-উল-ইসলাম জানান, মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সীমান্তে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা সীমান্তে কাজ করে যাচ্ছে।
বিজিবি দেশের নিরাপত্তা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সর্বদা অঙ্গীকারবদ্ধ।

