![]() |
| মহেশপুরে ঘন কুয়াশায় মোটরসাইকেল–লাটার সংঘর্ষ |
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঘন কুয়াশার কারণে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। উপজেলার গোবিন্দপুর–খালিশপুর সড়কে আজ সকালে একটি মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত লাটার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই সেটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের তীব্র কুয়াশায় সড়কের দৃশ্যমানতা খুবই কম ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা লাটারের সঙ্গে মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই মোটরসাইকেলে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় মোটরসাইকেলটি প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হলেও চালক অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
শীত মৌসুমে ভোর ও রাতের সময়ে ঘন কুয়াশার কারণে সড়কে চলাচলে ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সব ধরনের যানবাহন চালকদের গতি নিয়ন্ত্রণে রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

