সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা নিয়ে যে সিদ্ধান্ত জানালো আন্দোলনকারীরা? - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১১, ২০১৮

সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা নিয়ে যে সিদ্ধান্ত জানালো আন্দোলনকারীরা?

সময় সংবাদ ডেস্ক;

কোটা সংস্কার নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় আলোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছেন কোটার সংস্কারের আন্দোলনের নেতারা।

বুধবার (১১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেন প্রয়োজনে সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না। মন্ত্রী পরিষদ সচিব বিষয়টি দেখবেন। তারা প্রয়োজন মনে করলে কোটা থাকবে না।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীরা জানান, আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসবো। তারপর আন্দোলনের পরবর্তী কর্মসূচি জানানো হবে। আমাদের মূল দাবি ছিল কোটা সংস্কার। কোটা একেবারে বাতিল নয়।

এর আগে আন্দোলনকারীরা ‘আর নয় ছলনা, এবার চাই ঘোষণা’, ‘এই মূহুর্তে দরকার, কোটা সংস্কার’ ইত্যাদি স্লোগান দেয়া হয়।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা করছি আমরা। আমরা আলোচনা করে দ্রুত আমাদের সিদ্ধান্ত জানাবো। আপনারা কেউ কারও অপপ্রচারে কান দেবেন না। আমরা এখনও এক আছি। এক থাকবো।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে আন্দোলনকারীরা জানিয়েছিলেন, সংবিধানে পরিষ্কার বলা আছে, পিছিয়ে পড়া জনসংখ্যাকে এগিয়ে নিতে। তাই বাতিল নয়, সংস্কার চাই। কত শতাংশ কোটা, কত শতাংশ মেধা স্পষ্ট করতে হবে।

Post Top Ad

Responsive Ads Here