মইনুল ইসলাম
,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার সিএন্ডবি বাজার
এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিএন্ডবি বাজার এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকার কামরুজ্জামানের
মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে
আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ওই মার্কেটের ৪টি দোকান ও মালামাল পুড়ে আনুমানিক দেড় লাখ টাকার
ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে
আগুনের সূত্রপাত হয়।
