মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের অভিযানে ৭৫ লিটার মদ ও মাদক তৈরির সরঞ্জামাদীসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী বাওয়ার কুমারজানী গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৪৫)।
পুলিশ সত্র জানায়, গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশের এস.আই সোহেল কদ্দুস ও এ.এস.আই সালাউদ্দিন প্রধানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পৌর সদরের বাওয়ার কুমারজানী গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুস সামাদের নিজ বাড়ি থেকে থেকে ৭৫ লিটার মদ ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে টাঙ্গাইল কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলছে।