মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুরে বালি বোঝাই ট্রাকটরের চাপায় মহির উদ্দিন নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার রামনগর কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহির উদ্দিন ওই গ্রামের মৃত পিরু চৌকিদারের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে দিনমজুর মহির উদ্দিন মাঠে কাজ শেষে রাস্তার পাশের একটি গাছের তলায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এসময় একটি বালি বোঝাই ট্রাকটর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

