মেহের আমজাদ,মেহেরপুর -
মেহেরপুরে সিটি এজেন্ট ব্যাংকিং আ্উটলেট-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সিটি এজেন্ট ব্যাংকিং আ্উটলেট-এর উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সিটি ব্যাংকের হেড অব এজেন্ট কাজী মোরতজা আলী এবং ম্যানেজার জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিশান ট্রের্ডাস-এর উপদেষ্টা রফিকুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, ব্যবসায়ী সাফুয়ান আহাম্মদ রুপক ও মোস্তাকুর রহমান তুষার। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ফিতা কেটে মেহেরপুরে সিটি এজেন্ট ব্যাংকিং আ্উটলেট-এর উদ্বোধন করেন।
