মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো শুরু করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশুকে টিকা খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় মেহেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস,মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অলক কুমার দাস,মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মিজানুর রহমান, ইপি আই সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম উপস্থিত ছিলেন। অপরদিকে মেহেরপুর পৌরসভা চত্বরে পৌরসভা পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস।

