জোটবদ্ধ নির্বাচন নয়, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পাটি-- প্রতিমন্ত্রী মুজিবুল হক এমপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৫, ২০১৮

জোটবদ্ধ নির্বাচন নয়, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পাটি-- প্রতিমন্ত্রী মুজিবুল হক এমপি

মেহের আমজাদ,মেহেরপুর 
জোটবদ্ধ নির্বাচন নয়, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। প্রার্থী দিতে পারলেই জনগন তাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দেবেন। এমনটিই দাবি করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী মুজিবুল হক এমপি। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর মুজিবনগর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথাগুলো বলেছেন তিনি। তিনি আরোও বলেন, দেশে এক দেড়শ নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনে কে আসবে আর কে আসবেনা এটা দেখার বিষয় নয়। জোর করেও কাউকে নির্বাচনে আনা সম্ভব নয়। বিএনপি যদি এবারের নির্বাচনে না আসে তাহলে তাদের কোন অস্তিত্বই থাকবেনা। এ সময় মুজিবনগরের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়ের সচিব আফরোজা খান, যুগ্ম সচিব শাহাজাহান মিয়া, শ্রমিক কল্যান ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল ছাড়াও মেহেরপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভুমি) মেজবাহ্ উদ্দীন উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন- বর্তমান সরকার শিশু শ্রম বন্ধে ২৮৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে শিশুশ্রম বন্ধ হয়ে যাবে। শিশুশ্রম বন্ধে তিনি দেশের প্রতিটি জেলার মতো মেহেরপুরে এসেছেন
বিকাল ৫টার সময় মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন ও মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

Post Top Ad

Responsive Ads Here