গোবিন্দগঞ্জে সরকারি বই পাচারকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১৫, ২০১৮

গোবিন্দগঞ্জে সরকারি বই পাচারকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

মোস্তাফিজুর রহমান ,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা ঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারী বই পাচারকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে নাগরিক কমিটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১২টার দিকে পৌর শহরের থানা মোড়ে উক্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, যুগ্ম আহবায়ক মোয়াজ্ঝেম হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি তাজুল ইসলাম, জেএসডি সভাপতি আইয়ুব হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক ও শাহ আলম সরকার সাজু প্রমুখ। 

বক্তারা বলেন, ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হল। কিন্তু কেন সরকারী বই পাচারকারীকে সনাক্ত করা হয়নি। বই পাচারের ঘটনায় মামলা করা হলেও এখন পর্যন্ত কে জড়িত তা উদঘাটন হয়নি। অবশ্যই অফিসের কোন কর্মকর্তা জড়িত। অবিলম্বে পাচারকারীকে সনাক্ত করে আইনের আওতায় আনা সহ বিচারের মুখোমুখি করার দাবী জানানো হয়। 

উল্লেখ্য, গত ৮ জুলাই উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে ভাংড়ি ব্যবসায়ী আবদুর রাজ্জাকের বাড়ীতে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক ও মাদ্রাসার প্রায় ৮টন সরকারী বই উদ্ধার করে উপজেলা প্রশাসন।  

Post Top Ad

Responsive Ads Here