মেহের আমজাদ,মেহেরপুর -
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় কুতুবপুর ইউনিয়নের উজলপুর ও শোলমারী সড়কের দু’পাশে বৃক্ষরোপন করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে পুলিশ সুপার আনিছুর রহমান কয়েকটি গাছের চারা রোপন করে কুতুবপুর ইউনিয়ন পর্যায়ে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় সদর থানার ওসি রবিউল ইসলাম খান, ডিআইও ফারুক হোসেন, ডিবি’র ওসি শাহিনুর রহমান, আরআই আবু বক্কর সিদ্দিক, ডিআইও একরামুল ইসলাম কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, এসআই আব্বাস প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।

