বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ১৪, ২০১৮

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. আখতারুজ্জামান  কোটা আন্দোলন সম্পর্কে বলেছেন, বঙ্গবন্ধুর সমাধিসৌধের পবিত্র অঙ্গনে দাড়িয়ে এ ব্যাপারে  আমার বক্তব্য দেবার কিছু নেই। সরকারের যথাযোথ কর্তৃপক্ষ এ ব্যাপরে কথা বলবেন ও সিদ্ধান্ত নেবেন। এটিই প্রাসঙ্গিক। তিনি আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। কোটা আন্দোলন নিয়ে আপনার একটি বক্তব্য সমালোচনার ঝড় তুলেছে সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি এড়িয়ে গিয়ে কোন মন্তব্য করেননি।
এর আগে তিনি টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমতির সভাপতি আধ্যাপক ড. মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক শিবলী রুবাইতুল ইসলামের  নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ফয়েজ আহম্মদ, পুলিশের নতুন ৬ ডিআইজি  তওফিক মাহবুব চৌধুরী, কৃষ্ণপদ রায়, বশির আহম্মদ, হাবিবুর রহমান, ড.এম. মহিদ উদ্দিন ও মোঃ অব্দুল বাতেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহাপাঠ ও বঙবন্ধুর জন্য দোয়া মোনাজাত করেন।
বিকেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব  মোঃ হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক জিএম কাজল ও কার্যকরী সভাপতি মজিবর মাতুব্বরের  নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। পরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বঙ্গবন্ধু সৈনিক লীগ  নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার  বিকেলে  গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন, এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম হীরা, সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ মিয়া সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here