স্টাফ রিাপার্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের জিন্নাত মোল্লার স্ত্রী আসমা বেগম (৫৫), রবিউল মোল্লার স্ত্রী পলি বেগম (৩৫) ও মৃত বাচ্চু মোল্লার স্ত্রী হাসুরা বেগম (৬৫)।
আহত ৩ জনকে গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় একজনকে খুলনা পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাস্থলে আসমা ও পলি মার যান। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হাসুরা মারা যায়।
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আমিনুর রহমান বলেন, পিঙ্গলিয়া গ্রামের রবিউল মোল্লা একটি পিকআপ ক্রয় করেন। এ পিকআপের ব্যবসায়িক সাফল্য কামনায় তারা পিকআপটি বাগেরহাট খানজাহান আলীর মাজারে নিয়ে দোয়া মেনাজাতের ইচ্ছা পোষন করেন। সে মোতাবেক পিঙ্গলিয়া গ্রাম থেকে রবিউল তার পরিবারে সদস্য ও আতœীয় স্বাজন সহ ২০ জনকে পিআপে নিয়ে শুক্রবার বিকেলে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। তাদের ট্রাক গোপালপুরে পৌছালে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আসমা ও পলি নিহত হয়। আহত হন ট্রাক ও পিকআপের ১১ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যায় হাসপাতালে আরো এক নারী চিকিৎসাধীন আবস্থায় মারাগেছে। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ অপসারণ করা হয়েছে।

