টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দাদী-নাতী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৩, ২০১৮

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দাদী-নাতী নিহত

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী সোফিয়া বেগম (৬০) ও সবুর আলীর ছেলে আহাদ আলী (৫)। তারা সম্পর্কে দাদী ও নাতী।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই ২ জন সহ তিনজন কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় আনছার আলীর বাড়িতে বেড়াতে আসে। সকালে তারা রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এক পর্যায় তারা ট্রেন লাইনে বসে গল্প করছিলো। এসময় নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। 
এ ঘটনার পর স্বজনরা নিহতদের লাশ তাদের গ্রামের বাড়ি নিয়ে গেছে।

Post Top Ad

Responsive Ads Here