রাঙামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১২, ২০১৮

রাঙামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

shomoysangbad.com
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি -
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙামাটিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল তিনটায় সিভিল সার্জন কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা: শহীদ তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী,  রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সংগঠনটির সাবেক সভাপতি এবং জেলার প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীকে মেধা সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে ভিটামিন ‘এ প্লাস  ক্যাম্পেইন অব্যাহত রাখতে হবে। কারণ আজকের শিশু  আগামী দিনের ভবিষ্যৎ।  সুস্বাস্থ জাতি গড়ে তোলার জন্য স্বাস্থ্য বিভাগ তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এদিকে আগামী ১৪জুলাই সারাদেশের ন্যায় রাঙামাটিতেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবারের ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬-১১মাস বয়সী ১০হাজার ১২৭ এবং ১২-৫৯ মাস বয়সী ৭২হাজার ৬৯৫জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ট্যাবলেট খাওয়ানো হবে বলে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়।

Post Top Ad

Responsive Ads Here