নটোর প্রতিনিধি:
নাটোর সদর উপজেলার হাগুড়িয়া এলাকার একটি বাড়ির গোয়াল ঘরের মেঝে খুঁড়ে প্রায় ৭০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি বিঞ্চু মূর্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এনডিসি অনিন্দ্য মন্ডলের নেতৃত্বে প্রশাসনের সদস্যরা সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া এলাকার কালু প্রামানিকের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ির গোয়াল ঘরের মেঝে খুঁড়ে প্রায় ৭০ কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করা হয়। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় এটি উপস্থাপন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এনডিসি জানান, মূর্তিটির ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। তবে এর মূল্য জানাতে পারেননি তিনি।