মেহের আমজাদ,মেহেরপুর -
মেহেরপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ গাজী রহমান। আলোচনা সভায় অংশ গ্রহন করেন নারী ও শিশু আদালতের বিচারক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন, লিগাল এইড কর্মকর্তা আবু শাহীন খান কনক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান, পিপি পল্লব ভট্ট্রাচার্য, জিপি শাজাহান আলী,ডাঃ অলোক কুমার দাস প্রমূখ।

