সুবর্না নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ৩১, ২০১৮

সুবর্না নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ শাকির আহম্মেদ: শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি:  পাবনায় নারী সাংবাদিক সুবর্না আক্তার নদীকে কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সাংবাদিক সুবর্না আক্তার নদীকে গত ২৮ আগষ্ট নিজ বাসার সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তিনি বেসরকারী টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি ও জাগ্রত বাংলার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
এরই প্রতিবাদে গত ৩০আগষ্ট (বৃহস্পতিবার) বিকেল সাড়ে তিনটা থেকে ঘন্টাব্যাপি শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সম্মুখে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের স্থানীয় প্রতিনিধি এম এ রকিব, বাংলা ট্রিবিউনের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের দীপংকর ভট্টাচার্য লিটন, ইত্তেফাকের অনুজকান্তি দাশ, যুগান্তরের সৈয়দ আবু জাফর সালাউদ্দীন, প্রতিদিনের সংবাদের আবুজার বাবলা, ইনকিলাবের আনোয়ার হোসেন জসিম, সাংবাদিক কাওসার ইকবাল, সাংবাদিক ও কলামিষ্ট সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মিডিয়া ও প্রচার সম্পাদক একরামুল কবীর প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয়  দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল ও স্থানীয় প্রত্রিকার প্রতিনিধিরা।মানববন্ধনে বক্তারা সুবর্না আক্তার নদী হত্যার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে সকল খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান সরকারের কাছে।

Post Top Ad

Responsive Ads Here