মোঃ শাকির আহম্মেদ: শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি: পাবনায় নারী সাংবাদিক সুবর্না আক্তার নদীকে কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক সুবর্না আক্তার নদীকে গত ২৮ আগষ্ট নিজ বাসার সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তিনি বেসরকারী টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি ও জাগ্রত বাংলার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।এরই প্রতিবাদে গত ৩০আগষ্ট (বৃহস্পতিবার) বিকেল সাড়ে তিনটা থেকে ঘন্টাব্যাপি শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সম্মুখে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।