মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) -গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইন সহ মোছাঃ অমেলা বেগম (৩৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।জানা গেছে, গাইবান্ধার ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের সর্দারহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে অমেলা বেগমকে ৩০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে। সে সরদারহাট ভিটা শাখইল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
গাইবান্ধা ডিবির ওসি মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অমেলাকে হেরোইন বিক্রির সময় ৩০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। যার মূল্য তিন লাখ টাকা।
এঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অমেলার বিরুদ্ধে আদালতে আরো একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

