মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি
ঙামাটির কাউখালী উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আতুয়া মারমা (৩৩) নামের এক নারী আত্মহত্যা করেছে। সোমবার (৬ আগষ্ট) দুপুরে কাউখালী থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়নের ডাক্তারছোলা গ্রামের বাসিন্দা থোয়াই প্রাই মারমার মেয়ে আতুয়া বেশ কিছু এনজিও থেকে ঋণের টাকা গ্রহণ করে। আর এসব ঋণের টাকা পরিশোধ নিয়ে পারিবারিক দ্বন্ধ দেখা দেয়। অবশেষে রোববার গভীর রাতে আতুয়া নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেতবুনিয়া ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সোমবার (৬ আগষ্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করে কাউখালী থানায় হস্তান্তর করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।