বেনাপোলে মটরযান চলাচলে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধি মূলক ৪ দেশীয় শীর্ষক বৈঠক । - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ৩০, ২০১৮

বেনাপোলে মটরযান চলাচলে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধি মূলক ৪ দেশীয় শীর্ষক বৈঠক ।

     বাংলাদেশ ভুটান-ভারত নেপাল 
বেনাপোলে মটরযান চলাচলে সচেতনতা ও দক্ষতাবৃদ্ধি মূলক ৪ দেশীয় শীর্ষক বৈঠক !

জসিম উদ্দিন, বেনাপোল থেকে - কার্টস ইন্টার ন্যাশন্যাল উন্নয়ন সমন্বয় ঢাকার আয়োজনে বৃহস্পতিব্রা দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট প্যাসেঞ্জার টার্মিনাল কনফারেন্স রুমে-বাংলাদেশ ভারত, নেপাল, ভুটান (বিবিআইএন) এর মধ্যে মটরযান চলাচল শীর্ষক সচেতনতা ও দক্ষতাবৃদ্ধি মূলক সভা অনুষ্টিত হয়েছে। 


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের উপ কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান। বন্দর পরিচালক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সদস্য সৈয়েদ জাইদুল ইসলাম, কার্টস কলিকাতা এসভি প্রোগ্রাম অফিসার সুমন্ত বিশ্বাস, কাষ্টমস যুগ্ন কমিশনার সহিদুল ইসলাম, বন্দর পরিচালক প্রশাসন রেজাউল ইসলাম, সিএন্ডএফ এজেন্ট বেনাপোল সভাপতি মফিজুর রহমান সজন ও যুগ্ন সম্পাদক মহাসিন মিলন প্রমুখ। 

ঢাকা কলিকাতা আগরতলা ভায়া নেপাল ও ভুটানের মধ্যে যান চলাচলে বিভিন্ন সমস্যা সম্ভাবনা উন্নয়ন অগ্রগতি নিয়ে আলোচনা করেন তারা। বেনাপোলে যান ও পণ্যযট সহ যশোর বেনাপোল মহাসড়ক দ্রুত নির্মান ও ৪ দেশীয় সড়ক উন্নতিকরনে বিভিন্ন দিক তুলে ধরে সরকার সহ সংশ্লিষ্ট দফতরের কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

Post Top Ad

Responsive Ads Here