উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০১, ২০১৮

উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকল দেশপ্রেমিক জনগণকে রাজপথে নামার আহ্বান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম নুরী আরা ছাফা বলেছেন, দলের গণতন্ত্র ধ্বংস করার মাধ্যমে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার মাধ্যমে বর্তমান সরকার দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে।

 আগামী একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে নতুনভাবে ভোট ডাকাতির পরিকল্পনা এ সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করতে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে বর্তমান এ অবৈধ সরকার আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়ার ষড়যন্ত্র করছে। তাই এ ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সকল দেশপ্রেমিক জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। তিনি আজ সকল ৯ টায় ৩০ মিনিটে চট্টগ্রাম ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বিপ্লব উদ্যাগে স্বাধীনতা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ হালিম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইউনুচ চৌধুরী, ইসহাক কাদের চৌধুরী। জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এড. আবু তাহেরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন, জসিম সিকদার, আজম খান, আব্দুল আউয়াল চৌধুরী, আলহাজ্ব সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, ডা. খুরশিদ জামিল, মোঃ সেলিম চেয়ারম্যান, নুরুল আমিন চেয়ারম্যান, কাজী মোঃ সালাহ উদ্দিন, হাসান মোহাম্মদ জসিম উদ্দিন, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, মুহাম্মদ সালাহ উদ্দিন চেয়ারম্যান, কুতুব উদ্দিন খান, সোলায়মান মঞ্জু, মোঃ মোরসালিন, মোঃ মুরাদ চৌধুরী, মোঃ জাকের হোসেন, মোঃ আব্দুস শুক্কুর, সীতাকুন্ড উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নেলী, আবু ছিদ্দিক, মোঃ ফজল বারেক, মুহাম্মদ জহুরুল আলম, অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, এস.এম. ফারুক, মোঃ হাকিম উদ্দিন, সৈয়দ মোস্তফা আলম মাসুম, নবাব মিয়া চেয়ারম্যান, এইচ এম নুরুল হুদা, মোঃ শফিউল আলম, রিপন তালুকদার, আলহাজ্ব রহমত উল্লাহ, বদিউল আলম বদরু, মোঃ ফজলুল হক, মোঃ আলমগীর, মোঃ লিয়াকত আলী, মুহাম্মদ জয়নাল আবেদীন, আহমদ হোসেন তালুকদার, আলী নেওয়াজ মামুন, এড. আবসার উদ্দিন হেলাল, মোর্শেদুল আলম, মোঃ হারুন, নুরুল হুদা সোহেল, মোঃ গিয়াস উদ্দিন, এস.এম আজিজ উল্লাহ, আনিছ আকতার টিটু, ইরফানুল হাসান রকি, এড. আবু সাঈদ, দৌলত হোসেন, রুহুল আমিন, আহসান উল্লাহ চৌধুরী, আব্দুল মান্নান, এম এ মুবিন, মোহাম্মদ আলী, মোঃ হারুন, মুহাম্মদ নুরুল ইসলাম, মোঃ তারেক, সহ চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির আওতাধীন উপজেলা, পৌরসভা, বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে এম.এ হালিম বলেন, ৫ই জানুয়ারির মত একটি ভোটার বিহীন নির্বাচন করার জন্য বর্তমান ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার সাজা দিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শুন্য করার জন্য পরিকল্পনা নিয়েছে। তা প্রতিহত করার জন্য বিএনপিসহ সকল গণতন্ত্রমনা দলগুলোকে এক যোগে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Post Top Ad

Responsive Ads Here