কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: ক্রীড়া মন্ত্রণালয় নির্দেশীত অনুর্ধ (১৭) বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।আজ শনিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা সদরস্হ আর আর এ সি স্কুল এন্ড কলেজ মাঠে খেলার অানুষ্টানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।উপজেলা প্রশাসনের সার্বিক ব্যাবস্থাপনার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা।
উপস্হিত ছিলেন এসিল্যান্ড জোনায়েদ কবির সোহাগ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মুহাম্মদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কামাল উদ্দিন আহমেদ,থানার ওসি কেপায়েত উল্লাহ,প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান,প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ,চেয়ারম্যান দিদারুল আলম,আলহাজ্ব আব্দু রহামান চৌধুরী, মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম, বি এম জসিম উদ্দিন হিরু,কাউঞ্চিলর জানে আলম জনি,উপজেলা ক্রীড়া পরিষদের সেক্রেটারী ওসমান গনি রানা, সাংবাদিক মীর আসলাম, শফিউল আলম, এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, এস এম ইউসুফ ।আজকের খেলায় প্রতিদন্ধিতা করছে রাউজান ইউনিয়ন বনাম ডাবুয়া ইউনিয়ন। খেলা পরিচালক ছিলেন সাহেদ,সহকারী ছিলেন এইচ এম খালেদ ও ছনোয়ার।