মধুপুরে পুলিশি বাধাঁর মুখে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে
হাফিজুর রহমান. টাঙ্গাইল জেলা প্রতিনিধি-টাঙ্গাইলের মধুপুরে পুলিশি বাধার মুখে গত শনিবার বিকেলে মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ সরকার শহিদ এর নেত্রীত্বে তার নিজ সরকার বিলাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ধনবাড়ী-মধুপৃুর আসনের বিএনপি মনোনয়োন প্রত্যাশী জননন্দিত নেতা মধুপুর পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ সরকার শহিদ তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন - বিএনপি চেয়ারপার্সন দেশ মা বেগম খালেদা জিয়া মুক্তি না দেওয়া পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না।
এসময় তিনি আরো বলেন যদি সরকার বিএনপি চেয়ারপার্সন দেশ মা বেগম খালেদা জিয়া কে কারাবন্দি অবস্থায় রেখে নির্বাচন দেয় তাহলে কেন্দ্রীয় কমিটির নেতাদের নির্দেশে বাংলাদেশে কঠোর আনন্দোলনে বিএনপি মাঠে নামবে এ দিকে প্রস্তুত থাকার জন্য সকল নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেয়নি পুলিশ। পরে সরকার শহিদ তার নিজ বাস ভবনের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন-মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার, ধনবাড়ী-মধুপৃুর আসনের বিএনপি মনোনয়োন প্রত্যাশী জননন্দিত নেতা মধুপুর পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ সরকার শহিদ, সহ অনান্য নেত্রীবৃন্দ।
এসময় মধুপুর-ধনবাড়ী দুই অঞ্চলের উপজেলা,থানা,পৌর বিএনপি,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন এবং তৃণমূলের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
