সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থবির স্মরণে স্মৃতি চারণ সভা অনুষ্টিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০১, ২০১৮

সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থবির স্মরণে স্মৃতি চারণ সভা অনুষ্টিত

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্দ্যেগে  ৩০ আগস্ট বিকাল ৩ টায় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগল্যানস্থ চাঁন্দগাও সার্বজনীন শাক্যমুনি বিহারে সদ্য প্রয়াত তেজদীপ্ত সংঘবন্ধু অজিতানন্দ মহাস্থবির স্মরণে  স্মৃতিচারণ সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু উপ-সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। আর্শীবাদক ছিলেন উপ-সংঘরাজ শীলানন্দ মহাস্থবির। প্রধান অতিথি  ছিলেন উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ভাষা বিভাগের চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ড.জিনবোধি মহাস্থবরি। সভায় বিশেষ অতিথি ছিলেন অগ্রবংশ মহাস্থবির, বুদ্ধরক্ষিত মহাস্থবির,জিনলংকার মহাস্থবির,সুমঙ্গল মহাস্থবির,ড.জ্ঞানরত্ন মহাস্থবির, প্রজ্ঞাপাল মহাস্থবির,শাসনপ্রিয় থেরো,জিনরতন থেরো,দীপংকর থেরো,করুণানন্দ থেরো, অক্ষানন্দ থেরো,জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু । আরো উপস্থিত ছিলেন পূজনীয় ভিক্ষুসংঘ ও উপাসক উপাসিকা বৃন্দ । অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব  এস লোকজিৎ স্থবির। প্রচার ও প্রকাশনার সম্পাদক সুমনপ্রিয় স্থবির।   অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড.বিকিরণ প্রসাদ বড়ুয়া,ড.অর্থর্দশী বড়ুয়া,বোধিপাল বড়ুয়া,প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া,অভিজিত বড়ুয়া,রুবেল বড়ুয়া ও শান্ত বড়ুয়া ।স্মরণ সভায় বক্তারা  বলেন, সংঘ বন্ধু অত্যন্ত স্বাধীন দৃঢ় চেতা ও সমাজ শাসন দরদী ব্যাক্তিত্ব ছিলেন। তিনি সব সময় ভিক্ষুসংঘকে রক্ষা করার চেষ্টা করতেন। তার সাংঘিক প্রশাসনিক ও সাংগঠনিক চিন্তাচেতনা ছিল অসাধারণ । আজীবন সংঘের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন প্রয়াত অজিতানন্দ মহাস্থবির। এই রুপ মহৎ ও সুর্যের ন্যায় তেজদীপ্ত চিরকুমার সংঘ পুরুষকে আমরা আজ চিরতরে হারিয়েছি। অনিত্য দুঃখ ও অনাথ তার সাবলীল হৃদয়গ্রাহী নিগৃঢ় তত্বে সবাইকে বেদনাহত করে চিরবিদায় নিলেন। অনিত্য সভা শেষে তাঁর সাধন রাঙ্গুনিয়ার ইছাখালীতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শব দেহ সংরক্ষণ করে রাখা হয়।

Post Top Ad

Responsive Ads Here