মেহের আমজাদ,মেহেরপুর -প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ প্রকল্প জমি আছে ঘর নাই সেই জমিতে ঘর নির্মান প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।
গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক সদর উপজেলার আমঝুপির একটি প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, এ প্রকল্পে কোন অনিয়ম হলে সেটা মেনে নেয়া হবে না। এসময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার জেলা প্রশাসকের সাথে ছিলেন। সদর উপজেলার এই প্রকল্পে ৩কোটি ৩৫ লাখ টাকায় ৩৩৫টি ঘর নির্মান করা হচ্ছে বলে জানা গেছে।

