মেহেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০৩, ২০১৮

মেহেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুরে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টামী উপলক্ষে জেলা প্রশাসন,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট ও জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়ছে। 

গতকাল রবিবার বিকালে মেহেরপুরের শ্রী শ্রী নায়েব বাড়ি পূজা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য  মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক অভিজিৎ বোস মানু, সদর থানার ওসি রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক শ্বাশত নিপ্পনসহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরষরা শোভা যাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে নায়েব বাড়ি মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ বোস মানু, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক শ্বাশত নিপ্পন,অশোক রঞ্জন পাল প্রমুখ। পরে মন্দির প্রাঙ্গণে ভক্তিমুলক সঙ্গীতানুষ্ঠান,মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের  আয়োজন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here