রাঙামাটিতে মাদক, দুর্নীতি, ইভটিজিং ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০১, ২০১৮

রাঙামাটিতে মাদক, দুর্নীতি, ইভটিজিং ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন!

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:দেশ প্রেম বুকে ধারণ করে রাঙামাটিতে শাহ বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি, বাল্যবিবাহ প্রশ্নপত্র ফাঁস ও ইভটিজিংবিরোধী সচেতনতা সৃষ্টি এবং দেশপ্রেম, নৈতিক শিক্ষা ও সত্যবাদিতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী সভার মাধ্যমে লাল ও সবুজ কার্ড প্রদর্শন করেছে স্কুল শিক্ষার্থীরা। এ সময় শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


শনিবার সকালে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ কর্মসূচির আয়োজন এ ব্যতিক্রমী সভা আয়োজন করা হয়। 

বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে প্রায় এক হাজার শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে ‘‘না’’ বলে শপথ নেয়। শপথবাক্য পাঠ করান রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম। পরে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ তোমরা মাদক, বাল্যবিয়ে এবং জঙ্গিবাদসহ সামাজিক অপরাধকে যে লাল কার্ড দেখিয়ে শপথ নিয়েছ, তা মনেপ্রাণে ধারণ করবে এবং সব অন্যায়কে না বলবে। 

তিনি এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের লাল সবুজের ব্যতিক্রমী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি আমাদের দারুণভাবে উজ্জীবিত করেছে।

এ সময় শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, প‚র্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি কামাল উদ্দিন, রাঙামাটি জেলা রোবার স্কাউটের সাধারণ সম্পাদক আবছার আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পড়–য়া একদল তরুণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়। আজ তাদের কার্যক্রমের ৬২তম পার্বত্য জেলা রাঙামাটি । 

Post Top Ad

Responsive Ads Here