টাঙ্গাইলে আবারও চলন্ত বাসে গণধর্ষন, আটক ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০১, ২০১৮

টাঙ্গাইলে আবারও চলন্ত বাসে গণধর্ষন, আটক ১

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-টাঙ্গাইলের চাঞ্চল্যকর রূপা গণধর্ষন ও হত্যার ঘটনার বছর না পেরোতেই আবারও চলন্ত বাসে গণধর্ষনের ঘটনা ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। এ ঘটনায় হেলপার নাজমুল (২২) কে গ্রেফতার করা হয়েছে। সে ভূঞাপুরের ৩নং পুনর্বাসন এলাকার আতোয়ার রহমানের ছেলে। এসময় সুপারভাইজার বিষু, চালক আলম পালিয়ে যায়।


বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি বাস যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পুর্বপার বাসস্ট্যান্ডে যাচ্ছিল। রাতে যাত্রী কম থাকায় পথিমধ্যে এক কিশোরী যাত্রী ছাড়া সকল যাত্রী তাদের গন্তব্যস্থলে নেমে যায়। এ সুযোগে কিশোরীকে একা থাকায় চালক, সুপারভাইজার ও হেলপার মিলে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে মহাসড়কে টহলরত পুলিশ শব্দ শুনতে পেয়ে বাসটিকে ফলো করে বঙ্গবন্ধু সেতু পূর্বপার বাসস্ট্যান্ডে গিয়ে হাতে নাতে হেলপারকে ধরতে সক্ষম হয়। বাকি দুজন পালিয়ে যায়। ওই ঘটনায় যে বাসে ধর্ষন সংঘটিত হয়েছে বাসটিকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং- ২, তারিখ- ৩১/০৮/১৮) দায়ের করা হয়েছে।

পরে কিশোরীটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখে। মেয়েটি তার কোন নাম ঠিকানা না বলতে পারায় বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে বলে ধারণা করছে পুলিশ। যে কারণে তার পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার গ্রেফতারকৃত হেলপারকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। প্রতিবন্ধী কিশোরী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here