জসিম উদ্দিন, বেনাপোল থেকে- শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করায় যশোর ৮৫/১, আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে এলাকাবাসীর পক্ষ থেকে জাকজমকপূর্ণ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সংবর্বনা অনুষ্ঠান শনিবার সকালে শার্শা পাইলট মডেল হাইস্কুল মাঠে অহিদুজ্জমান পুটুর সঞ্চালনায় ও শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিন ।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, পিপিএম, শার্শা উপেজেলার ভারপ্রাপ্ত ইউএনও জাহিদুল ইসলাম, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী নুরুজ্জামান, যশোর জেলা পরিষদ সদস্য ইব্রাহিম খলিল, শার্শা থানার অফিসার ইনর্চাজ এম মসিউর রহমান, বেনাপোল পোর্ট থানার ইনচার্জ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, সার্বিক তত্ত¡াবধনায় ছিলেন আব্দুল মুজিদ, এর পূর্বে শেখ আফিল উদ্দিন এমপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দের হাতে বিদ্যালয়ের দলিল হস্তান্তর করেন।

