রাজিবপুরে শিক্ষা বিষয়ক ছায়া সংসদ অধিবেশন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, October 30, 2018

রাজিবপুরে শিক্ষা বিষয়ক ছায়া সংসদ অধিবেশন

রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি-জননেত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ে কুড়িগ্রামের রাজিবপুরে অনুষ্ঠিত হয়ে গেল সৃজনে উন্নয়নে  বাংলাদেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা/২০১৮। 

এ উপলক্ষে ৩০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় দিনব্যাপি এক কর্মসূচী গ্রহণ করা হয়। আমরাই শ্রেষ্ঠ বিষয়ে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক প্রতিনিধি দলের এক ছায়া সংসদ অধিবেশন শুরু হয়। প্রতিটি দলে ১৫ জন করে প্রতিনিধি অংশ নেন। এতে স্পীকারের ভ‚মিকায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এবং শিক্ষামন্ত্রীর ভ‚মিকায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম।
শিক্ষা বিষয়ে এই সংসদ অধিবেশনে প্রতিটি শিক্ষা প্রষ্ঠিানে তাদের স্ব-পক্ষে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। প্রতিনিধি দলের মধ্যে রাজিবপুর সরকারী কলেজ, রাজিবপুর মহিলা কলেজ, রাজিবপুর টেকনিকেল এন্ড বিএম কলেজ, চর রাজিবপুর টেকনিকেল এন্ড বিএম কলেজ, রাজিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কোদালকাটি সাদাকাত হোনে উচ্চ বিদ্যালয়, চরনেওয়াজী বিএল উচ্চ বিদ্যালয়, কোদালকাটি বালিকা উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসাসহ মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেয়। 
এতে প্রথম স্থান লাভ করেন চর রাজিবপুর টেকনিকেল এন্ড বিএম কলেজ, ২য় স্থান লাভ করেন চরনেওয়াজী বিএল উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান লাভ করেন কোদালকাটি বালিকা উচ্চ বিদ্যায়ল।

No comments: