মঙ্গঁল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রাঙ্গামাটির রক্ষা কালী মন্দিরের দূর্গোৎসবের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Monday, October 15, 2018

মঙ্গঁল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রাঙ্গামাটির রক্ষা কালী মন্দিরের দূর্গোৎসবের উদ্বোধন

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:-মঙ্গঁল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে রাঙ্গামাটির তবলছড়িস্থ শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের শারদীয়া দূর্গোৎসবের উদ্বোধন করলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সোমবার সন্ধ্যায় মহাষষ্টী পুজার আনুষ্ঠানিকতায় বৃষ কেতু চাকমা’সহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন। 

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, ৩ নং পৌর ওয়ার্ড কাউন্সিলার পুলক দে, কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ ঘোষ, মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্যামল মিত্র, শারদীয়া দূর্গাপূজা কমিটির আহবায়ক অমিত শীল লাভলু, দূর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক রাজন নন্দী’সহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 
রক্ষা কালী মন্দিরের দূর্গা মন্ডপে মঙ্গঁল প্রদীপ প্রজ্জ্বলনের পর চেয়ারম্যান বলেন, পৃথিবীতে যখন পাপাচারে ছেয়ে যায় মা দুর্গা তখন আবির্ভূত হয়। তেমনি আমাদের দেশের জঙ্গীবাদ দমনে বর্তমান সরকার অসুর বিনাশ করেছে। তিনি বাংলাদেশ থেকে অশুভ শক্তি বিনাশে সকল সম্প্রদায়ের মানুষকে এক হয়ে কাজ করার আহবান জানান।

No comments: