হবিগঞ্জে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ নিহত ১ :আহত ৫০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২৭, ২০১৮

হবিগঞ্জে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ নিহত ১ :আহত ৫০



আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে ইমরান হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ অর্ধশতাধিক। সংঘর্ষ নিয়ন্ত্রন আনতে পুলিশ ৫২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।


মঙ্গলবার লাখাই উপজেলার স্বজনগ্রামে দুপুর থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষ চলাকালে আহতদের উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।পরে বিকাল ৫টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আহত ইমরান মিয়া নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ইমরান মিয়া কিশোরগঞ্জ জেলার কর্ণকান্দি ইউনিয়নের শরিফপুর  গ্রামের মনসুর আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্যকে কেন্দ্র করে লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সাথে আওয়ামী লীগ নেতা মারাজ মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।মঙ্গলবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে দু-পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। 

প্রথমে স্থানীয় মুরুব্বি ও লোকজনের চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রন হলেও,পরে আবারও দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।খবর পেয়ে স্বজন গ্রামের পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বাবুল সিংহের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে পরে আবার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের পক্ষ নিয়ে কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া এবং ইউনিয়ন বিএনপির সহ সাধারণ-সম্পাদক নূরুল হক সংঘর্ষে যোগ দিলে সংঘর্ষের ভয়াবহতা বৃদ্ধি পায়। 



খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় দু’পক্ষের প্রায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিঁদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, পুলিশ সংঘর্ষে  ঘটনাস্থলে পৌঁছে  ৫২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রন করে।
এ সময় ঘটনাস্থল থেকে ১৮ জন দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। তবে আটককৃত যাচাই-বাচাই চলছে।এছাড়া বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পূণরায় সংঘর্ষে ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here