জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল চেকপোস্ট পুরাতন ইমিগ্রেশনের সামনে থেকে ৪ লাখ হুন্ডি টাকা উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প সদস্যরা। মঙ্গলবার (২৭নভেম্বর) বিকালে এ হুন্ডি টাকা উদ্ধার করেন।
পাচারকারী ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি বিজিবি । বিজিবি জানায়,গোপন সংবাদে জানতে পারি এক হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমান হুন্ডি টাকা নিয়ে ভারত থেকে এসে বাংলাদেশ পুরাতন ইমিগ্রেশনের সামনে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব, নায়েক হাতেম আলী, সিগন্যাল আব্দুল খালেক, সিপাহী হাফিজ,সিপাহী ইমরান ও সিপাহী মোশারফ হোসেন সেখানে অভিযান চালিয়ে ৪ লাখ হুন্ডি টাকা উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে হুন্ডি পাচারকারী পালিয়ে যায়। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ৪লাখ হুন্ডি টাকা উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করেছেন ।

