মেহেরপুর-১আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেনকে সংবর্ধনা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২৯, ২০১৮

মেহেরপুর-১আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেনকে সংবর্ধনা প্রদান



মেহের আমজাদ,মেহেরপুর-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপিকে মেহেরপুরবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।


গতকাল  মঙ্গলবার বিকেলে তিনি ঢাকা থেকে মেহেরপুর সীমান্ত সদর উপজেলা নতুন দরবেশপুর গ্রামে পৌঁছালে মেহেরপুরবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ ছাড়া বাদ্যযন্ত্র বাজিয়ে  মোটর সাইকেল,মাইক্রোবাস ও মিনি ট্রাক র‌্যালি সহকারে তাকে নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ১৮ কিলোমিটার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক পথে অধ্যাপক ফরহাদ হোসেন একটি খোলা মাইক্রো করে রাস্তার দু’ধারে অপেক্ষমান জনগনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য শামীম আরা হীরা, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, বর্তমান সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ। পরে তিনি মেহেরপুর শহীদ ড.সামসুজ্জোহা নগর উদ্যানে পৌঁছালে সেখানে অবস্থানরত স্থানীয় নেতা-কর্মি ও এলাকাবাসী তাকে দ্বিতীয় দফায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি সরকারের উন্নয়ন ও বিগত ৫ বছরে তার আমলের মেহেরপুরের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের প্রতি আহŸান জানান এবং সকলের দোয়া কামনা করেন। 

Post Top Ad

Responsive Ads Here