সদরপুর প্রতিনিধি : ফদিরপুরের সদরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ দরবার হলে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে বেলা ১১ টায় এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদরপুর থানা ওসি (তদন্ত) সুব্রত গোলদার, উপজেলা প্রকৌশলী সেকেন্দার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, সদরপুর ইউনিয় চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।