ফরিদপুরে সৎ মাকে হত্যার দায়ে তরুণের যাবজ্জীবন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২৯, ২০১৮

ফরিদপুরে সৎ মাকে হত্যার দায়ে তরুণের যাবজ্জীবন


ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে সৎ মাকে হত্যার দায়ে রাহিন শেখ (২০) নামে এক তরুণের সশ্রম যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাস বিনাশ্রম করাদন্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের হাকিম মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। রাহিন ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের বিলমাহমুদপুর আব্দুর রহমান মোল্লার ডাঙ্গি গ্রামের আকবর শেখের ছেলে। রায় ঘোষণার সময় রাহিন আদালতে উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত পিপি দুলাল চন্দ্র সরকার জানান, ২০১৬ সালের ৯ জুলাই সৎ মা বিউটি বেগমকে (৪০) কুপিয়ে হত্যা করে রাহিন। ওইদিনই রাহিনের বাবা আকবর শেখ বাদী হয়ে রাহিন ও তার ভাই এবং রাহিনের মাকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আলীমুজ্জামান শুধুমাত্র রাহিনকে আসামি করে অভিযোগপত্র প্রদান করেন।

Post Top Ad

Responsive Ads Here