মেহের আমজাদ,মেহেরপুর- সংসদ সদস্য ফরহাদ হোসেনকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে মনোনয়ন দেওয়ায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ।
গতকাল সোমবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে ওই আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে এক সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, ছাত্রলীগের মেহেরপুর সদর উপজেলা সভাপতি খন্দকার বায়েজিদ,সহ সভাপতি শাহীন রেজা,যুগ্ম সম্পাদক সাজন মালিথা, ছাত্রলীগ নেতা খন্দকার জোহানী, আল মামুন, রবিন, রাফিজুল ইসলাম, শাহিনুর রহমান প্রমুখ।

