মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাস্তবায়ন কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা সমাজ সেবা কর্মকর্তা অরিনন্দ কুমার,কমিটির সদস্য কে.এম.আতাউল হাকিম লাল মিয়া,ডাঃ অলোক কুমার দাস প্রমুখ। সভায় মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী দলের অন্যতম সদস্য ইয়াদ আলীর বন্ধ হয়ে যাওয়া ভাতা চালু করা সহ ইয়াদ আলীর পরিবারকে বকেয়া ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

