মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ বুধবার গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন দলের ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগ ও বিএনপি দলীয় চিঠি প্রাপ্ত ৩ প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সকল প্রার্থীরা বুধবার বিকাল ৫টা পর্যন্ত সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, গত কয়েক দিনে ১৫জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমাদানে সময় থাকলেও এ সময়ের মধ্যে ১৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী, বিএনপির ফারুক কবির আহমদ, ওবায়দুল হক সরকার, আমিনুল ইসলাম, শামীম কায়ছার লিংকন, জাতীয় পার্টির কাজী মশিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমীর আব্দুুর রহিম সরকার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির শামিউল আলম, ইসলালামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, জাকের পার্টির মো: আবুল কালাম, এনডিপির খন্দকার রাশেদ ও মুসলিম লীগের সানোয়ার হোসেন সানু। উল্লেখ্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি প্রার্থী ফারুক কবির আহ্মদ গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।