উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে বোলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওলিউজ্জামান এবং নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুনের নিকট মনোনয়নপত্র জমা দেয় তারা।
এ সময় বেলকুচি উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খাঁন, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সহ-সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিক, গাজী লুৎফর রহমান মাখন, দপ্তর সম্পাদক গাজী আব্দুল মালেক তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক মহাদেব চন্দ্র সাহাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।