শেখ হাসিনার নৌকাকে না জিতিয়ে ঘরে ফিরবেন না সমাজসেবক নিঘাত পারভিন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৫, ২০১৮

শেখ হাসিনার নৌকাকে না জিতিয়ে ঘরে ফিরবেন না সমাজসেবক নিঘাত পারভিন

সোমেন মন্ডল- রাজশাহীর বিশিষ্ট সমাজ সেবি নিঘাত পারবিন বলছে শেখ হাসিনার নৌকাকে না জিতিয়ে ঘরে ফিরবেন তিনি।তিনি বলেন আমরা এবার ও শেখ হাসিনার নৌকা প্রতিকের জন্য কাজ করছি। এবারও নৌকার বিজয় নিশ্চিত।

একাত্তরের মুক্তি যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে লাখো বাঙ্গালি যুদ্ধে ঝাপিয়ে পরে। দেশ কে স্বাধিন করেছে।তিনি দেশকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশর নাম লিখিয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বঙ্গবন্ধুর নেত্রিত্রে।
আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেই দেশকে এখন উন্নত করেছেন। নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন বিশ্বির দরবারে।
নিঘাত পারভিন বলেন শেখ হাসিনার হাক ধরে দেশ এখন ডিজিটাল হয়েছে।ডিজিটাল বাংলাদেশ বলে বিশ্ব দেখছে।আমরা নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করছি। বিশ্ব যখন বলেছে টাকা দেবেনা তখন শেখ হাসিনা বলেছিল আমাদের টাকাই পদ্মা সেতু হবে। তিনি তা করে দেখিয়েছেন। দেশের উন্নতি বজাই রাখতে আমরা আবাও নৌকাই ভোট দিবো।নিজের জন্য নিজের পরিবার, ছেলে, মেয়েদের কথা চিন্তা করে নৌকায় ভোট দেব।
সমাজ সেবি নিঘাত পারভিন বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ঝাপিয়ে পরবো নৌকার পক্ষে। নৌকার বিজয় না দেখে ঘরে ফিরবো না।

Post Top Ad

Responsive Ads Here